ইনসাইড হেলথ

Labaid ডাক্তার খানা; চোখ ওঠা কি অসুখ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2020


Thumbnail

‘জীবিত অবস্থায় চোখ হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান অঙ্গ। আর এই চোখের বিভিন্ন রোগে মানুষ বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছে। ফলে চোখের রোগীর সংখ্যা বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। এর কারণ হিসেবে বলা যায় নরমালি এইজিং প্রসেসে চোখের যে সমস্ত রোখ হয় এগুলো নির্ধারিত। যেমন ক্যাথরেট।’

কথাগুলো বলছিলেন অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ। চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ আই হসপিটাল এবং রিসার্চ সেন্টার। তিনি বাংলা ইনসাইডারের সাপ্তাহিক আয়োজন ‘Labaid ডাক্তারখানা’-তে উপস্থিত হয়েছিলেন।

ক্যাথরেট পড়া নিয়ে নূরুল হক বলেন, চোখে ছানি পড়া প্রত্যেক মানুষেরই ক্যাথরেট হয়ে থাকে। সাধারণত ৬০ বছর বয়সের পর প্রত্যেক মানুষের চোখে ছানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। মায়ের গর্ভাবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত হলে শিশু ক্যাথরেট নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এটিকে আমরা কনডিলেকটেক ক্যাথরেট বলি।

ক্যাথরেট পড়ার কারণগুলো নিয়ে তিনি বলেন, ‘যে সমস্ত রোগীদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের জন্য আর্লি ক্যাথরেট হয়। ট্রামার জন্য আর্লি ক্যাথরেট হতে পারে। চোখের ইনফেকশনের জন্য আর্লি ক্যাথরেট হতে পারে। ক্যাথরেট হলো সারা পৃথিবীতে গ্লোবাল প্রোবলেম। আর এটাই অন্ধত্বের প্রধান কারণ। কিন্তু সুখের খবর হলো ক্যাথরেট অপরারেশনের মাধ্যমে মানুষ আবার তার পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পায়। কিন্তু কিছু কিছু রোগ আছে যেগুলো সব সময় সমাজে থেকে যায়। যেটাকে আমার এন্ডিমিক বলে থাকি। যেমন কনজাংটিক ভাইটিস। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কনজাংটি ভাইটিস রোগীর সংখ্যা কিছুটা বেড়ে গেছে।’

বিস্তারিত দেখুন ভিডিওতে…



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭