ইনসাইড গ্রাউন্ড

ভারতীয় লেগ স্পিনারের বিষে নীল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2020


Thumbnail

অস্ট্রেলিয়ায় নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। আর প্রথম ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ভারত। ২৮ বছর বয়সী ভারতীয় লেগ স্পিনার পুনম যাদবের স্পিন বিষে নীল হয়ে অজিরা হেরেছে ১৭ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে ১৩১ রানের পুঁজিতেই ১৭ রানের বড় জয় পায় ভারত।  

টি-টুয়েন্টি ক্রিকেটে ১৩২ রান একদমই বেশি নয়। ম্যাচ জিততে হলে উইকেট নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতীয় নারীদের সামনে। দিনের শেষে হরমনপ্রীতের মুখে হাসি ফোটান পুনম। তাঁর স্পিনে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। পুনমের গুগলি, ফ্লাইট বুঝতেই পারেননি অজি ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র হিলি ৫১ রান করেন। পুনমের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হিলির পাশাপাশি গার্ডনারও (৩৪) রান পান। বাকিরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।

এ দিন হ্যাটট্রিকও করতে পারতেন পুনম। হেইনস ও পেরিকে পর পর দুই বলে ফেরানোর পরে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু জোনাসেনের সহজ ক্যাচ ফেলে দেন ভারতীয় উইকেটকিপার ভাটিয়া। ভারতকে ম্যাচ জেতানো পুনমের বোলিং ফিগারটা ছিল ৪-০১৯-৪। এছাড়া আরেক পেসার শিখা পাণ্ডে নেন ৩টি উইকেট। 

এই দুই বোলারের তোপের মুখে ইনিংসের ১ বল বাকি থাকতেই অজিদের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে। ভারত ম্যাচ জিতে নেয় ১৭ রানে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে স্বাগতিকরা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭