ইনসাইড গ্রাউন্ড

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2020


Thumbnail

আগামীকাল শনিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের একমাত্র টেস্টের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৫০০ টাকায় পাওয়া যাবে টেস্টের টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ২০০ টাকা।

সাউদার্ন এবং নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৮০ টাকা। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা। এটিই টেস্টের সর্বনিম্ন মূল্য।শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টেস্ট ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য)

প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা, টিনোটেন্ডা মোটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা/ এইন্সলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭