ইনসাইড গ্রাউন্ড

মুজিববর্ষে কোহলিসহ চার ভারতীয় আসছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2020


Thumbnail

মুজিববর্ষে এশিয়া বনাম বিশ্ব একাদশ ম্যাচের বাকি নেই ১ মাস-ও। তবে এখনো দুই দলের একাদশ ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানে পিএসএল চলমান থাকায় অংশ নিবেনা কোন পাকিস্তানি, তবে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এশিয়া একাদশের হয়ে কারা কারা খেলেবন ভারত-বাংলাদেশের হয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচে অংশ নেবেন বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্রের বরাত দিয়ে এমনটা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতের অধিনায়ক কোহলি ছাড়া বাকি তিন ক্রিকেটার হলেন ওপেনার শিখর ধাওয়ান, পেসার মোহাম্মদ শামি ও স্পিনার কুলদিপ যাদব। এই চার জন ক্রিকেটারের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আগামী ১৮ এবং ২১ মার্চ ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ। এই সিরিজে এশিয়া একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভারতের তারকা ক্রিকেটাররা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭