ওয়ার্ল্ড ইনসাইড

এবার আরব আমিরাতে করোনায় আক্রান্ত আরেক বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2020


Thumbnail

সিঙ্গাপুরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে নতুন দুই কোভিড -১৯ রোগে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক। তবে দুজনের অবস্থা স্থিতিশীল। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

বিবৃতিতে আরও জানানো হয়- নতুন দুই রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে তিন জন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। আর বাকি আট জনকে বিশেষ চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ হাই-কমিশন। ওই বাংলাদেশির বয়স ৩৯ বছর বলে জানা গেছে।

সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭