ইনসাইড আর্টিকেল

বিশ্বের সেরা ২০ টি বিপজ্জনক ব্রিজ (১ম পর্ব)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2020


Thumbnail

সারা বিশ্বে ছড়িয়ে আছে অসংখ্য বিপজ্জনক ব্রিজ। বিশ্বের বিভিন্ন স্থানে থাকা এমন ২০টি বিপজ্জনক ব্রিজের তালিকা প্রকাশ করা হয়েছে ‘লাইভ ফেইমাস’ নামক ওয়েবসাইটে। আমাদের বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য ছবিসহ ব্রিজগুলোর তথ্য তুলে ধরলেন মোস্তাকিম ভুঞাঃ

২০। দ্যা রয়েল জর্জ ব্রিজ

দ্যা রয়েল জর্জ ব্রিজটি অবস্থিত যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। ১৯২৯ সালে নির্মিত এই ব্রিজটি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়।

তবে এর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল ‘ওয়াইন্ড ক্যাবল’। যা ব্রিজটি নির্মাণের কয়েক দশক পর যুক্ত করা হয়।

১৯। দ্যা মান্‌কি ব্রিজ

দ্যা মান্‌কি ব্রিজ এর অবস্থান ভিয়েতনামে। একাধিক ব্রিজকে একত্রে মান্‌কি ব্রিজ বলা হয়ে থাকে। এটা হল সিরিজ অব ব্রিজ। ভিয়েতনামের মেকং ডেল্টাতে প্রবেশের জন্য এই ব্রিজটি ব্যবহার করা হয়ে থাকে।

ব্রিজটির জনপ্রিয়তার কারণ মূলত এক ফালি বাঁশ দিয়ে তৈরি করার কারণে। আপনি ভাবছেন, তাহলে কিভাবে পার হবেন এই ব্রিজ? বানর যেভাবে পার হয়, ঠিক সেইভাবে পার হতে হয় বলেই এর নাম মান্‌কি ব্রিজ।

১৮। হুসাইনি ঝুলন্ত ব্রিজ

হুসাইনি ঝুলন্ত ব্রিজটির অবস্থান পাকিস্তানের হুনযা নদীর উপর। দুদোল্যমান ও বিপদজ্জনক এই ব্রিজটি দেখতে অনেকটাই পরিত্যক্ত ব্রিজের মতো।

১৭। দ্যা সেভেন মাইল ব্রিজ

দ্যা সেভেন মাইল ব্রিজটির অবস্থান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এটি পূর্বতন সেভেন মাইল ব্রিজের আদলে তৈরি করা হয়েছে। নৌকা পারাপারের ক্ষেত্রে এই ব্রিজটি খুবই উপকারী।

তবে ব্রিজটিকে দেখে আদৌ বিপদজ্জনক মনে না হলেও, হারিকেনের সময় তা সত্যিকারেই বিপদজ্জনক হয়ে উঠে।

১৬। দ্যা ডিসেপশন পাস ব্রিজ

দ্যা ডিসেপশন পাস ব্রিজটি অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। স্থানীয় দুটি দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য এই ব্রিজটি তৈরি করা হয়।

আপাতদৃষ্টিতে, ব্রিজটি দেখতে নিরাপদ মনে হলেও, আসলে তা ভয়াবহ বিপদজ্জনক। ব্রিজটি সমতল ভূমি থেকে ১৮০ ফুট উঁচুতে অবস্থিত।

১৫। দ্যা পন্টচারটাইন কোজওয়ে ব্রিজ

দ্যা পন্টচারটাইন কোজওয়ে ব্রিজটির অবস্থান যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশে। এটি বিশ্বের সবচেয়ে বড় নৌ সেতুগুলোর একটি।

এটা এতোই বড় যে, মাঝে মাঝে চালকদের কাছে মনে হয় এই ব্রিজের শেষ মাথা বলে কিছু নেই। নদী থেকে মাত্র ১৬ ফিট উচ্চতার এই ব্রিজটি ভয়াবহ রকমের বিপদজ্জনক।  

১৪। দ্যা ক্যানোপি ওয়াক

দ্যা ক্যানোপি ওয়াক নামের এই ঝুলন্ত ব্রিজটির অবস্থান আফ্রিকার দেশ ঘানাতে। সমুদ্রসীমা থেকে আনুমানিক ৪০ ফুট উচ্চতায় অবস্থিত এই ব্রিজটি দৈর্ঘ্য ১ হাজার ফুট।  


১৩। দ্যা ল্যাংকাউই স্কাই ব্রিজ

দ্যা ল্যাংকাউই স্কাই ব্রিজটির অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে। সমুদ্র সমতল থেকে ৪০০ ফুট উঁচুতে অবস্থিত এই ব্রিজটির নির্মাণ কাজ দেখতে যেমন অসাধারণ, তেমনি নিরাপদ।

কিন্তু নিরাপত্তাহীনতা নিয়ে জনশ্রুতি কিংবা গুজবের কারণে কেউ সেখানে যেতে চায় না।

১২। দ্যা মাউন্ট তিতলিজ ব্রিজ

দ্যা মাউন্ট তিতলিজ ব্রিজটির অবস্থান স্বর্গভূমি সুইজারল্যান্ডে। দেশটির মাউন্ট তিতলিজ এবং সুইস আল্পস পর্বতের উপর এর অবস্থান। সরু আকৃতির এই ব্রিজটির অবস্থান ভূমি থেকে ৩ হাজার মিটার উঁচুতে।

দেখতে বিপদজ্জনক মনে হলেও, অনেকেই পারাপারের ক্ষেত্রে এই ব্রিজটিকে নিরাপদ মনে করে।

১১। দ্যা ভিটিম রিভার ব্রিজ

দ্যা ভিটিম রিভার ব্রিজটির অবস্থান বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়াতে। কাঠ দিয়ে তৈরি এই ব্রিজটি বয়সের দিক থেকে যেমন অনেক পুরনো।

তেমনি দেখতেও বেশ ভাঙাচুরা। রেলিংবিহীন এই ব্রিজটি শীতকালে বেশ বিপদজ্জনক হয়ে উঠে।   

বাংলা ইনসাইডার/এমবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭