ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2020


Thumbnail

বেনাপোলের গোগা ইউনিয়নে সীমান্ত ব্যবস্থাপনা বিষয় যেমন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি, পণ্য সামগ্রী, গবাদিপশু চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গোগা ইউনিয়ন পরিষদের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গোগা, পুটখালী ইউনিয়ন পরিষদের মেম্বার, স্কুল কলেজর শিক্ষকগন ও সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মনজুর-ই-এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মো: আরশাদুজ্জামান খান, পিবিজিএম।

আরো বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান,২১ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান সহ আরও অনেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭