ইনসাইড গ্রাউন্ড

গুগল সার্চে শীর্ষে বাংলার বাঘিনীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2020


Thumbnail

আগামীকাল অস্ট্রেলিয়ায় নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের লড়াইয়ে প্রথম প্রতিপক্ষ ভারত। সালমানাহিনীরা এবারের আসরে শিরোপা জয়ে ‘হট ফেভারিট’ না হলেও গুগল সার্চে রয়েছে শীর্ষে। মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি বেশি করছেন জাহানারা-সালমা-রুমানারা।

গুগল জানিয়েছে বিশ্বকাপ উপলক্ষে দশটি অংশগ্রহণকারী দেশের মাঝে বাংলাদেশ দলকেই বেশি খোঁজা হয়েছে। গত এক সপ্তাহে বাংলাদেশ দল নিয়ে খোঁজার প্রবণতা ৩২২ শতাংশ বেড়েছে। সেটা পুরো বিশ্ব জুড়েই। শুধু অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া নারী দলকে খোঁজার প্রবণতা বেড়েছে ৭২১ শতাংশ।

নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দল নিয়েও গুগলে আগ্রহ দেখা গেছে। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্রডকাস্ট কারা, খেলার সূচি, বিশ্বকাপের ২ ডলারের মুদ্রা, ওয়াকা মাঠ ও বিশ্বকাপের টিকিট নিয়ে খোঁজার প্রবণতা দেখা গেছে মানুষের মাঝে।

এ ছাড়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আর যেসব গুগলে প্রশ্ন খোঁজা হয়েছে সেগুলো হলো, ‘মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কি টিভিতে দেখাবে?’ ‘কোন দল বিশ্বকাপে খেলছে?’ ‘কখন বিশ্বকাপ হবে?’ ‘কোথায় মেয়েদের বিশ্বকাপ সরাসরি দেখা যাবে?’ ‘কোথায় সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়াম (ভারতের প্রথম ম্যাচের ভেন্যু)?’

উল্লেখ্যা, আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। সবশেষ এই ভারতকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭