ওয়ার্ল্ড ইনসাইড

করোনাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ৪৭১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2020


Thumbnail

আজ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯ (করোনাতে) এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ১৬৩ জন। আর মহামারী এই ভাইরাসটি থেকে প্রাণে বেঁচে যান ২৩ হাজার ৫৯৯ জন।

শুধু উৎপত্তিস্থল চীনেই আজ পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৪৪৪ জন। এর মধ্যে শুধু নতুন করে মারা যান ২ জন। তবে এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে দেশটিতে। নতুন আক্রান্তের সংখ্যা ১১ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৯৪৭ জন। আর সব মিলিয়ে আরোগ্য লাভ করে ২৩ হাজার ৩৪২ জন।

আক্রান্ত হওয়া রোগীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৬৩ জন। এর মধ্যে নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা ৩২৭। মোট মৃতের সংখ্যা ৭ জন। এর মধ্যে শুধু আজকেই মারা গেছে ৫ জন। তৃতীয় অবস্থানে রয়েছে প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’। জাহাজটিতে আজকে ১ জনসহ এ পর্যন্ত মোট ৩ জন মারা গেছে। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭ জন। এছাড়া, নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা যথাক্রমে ইতালিতে ৭৮ জন, জাপানে ১২ জন, হংকং এ ৪ জন, ইরানে ১৪ জন, তাইওয়ানে ২ জন, অস্ট্রেলিয়াতে ১ জন,  যুক্তরাজ্যে ৪ জন, কানাডাতে ১ জন ও ইজরাইলে ১ জন।

তাছাড়া, নতুন করে মৃত্যু হয়েছে প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’ এ ১ জন, ইতালিতে ১ জন ও ইরানে ২ জন। তবে নতুন করে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপান ও ইরানে। তবে উৎপত্তিস্থল চীনে এর প্রকোপ কমে আসছে।

 

বাংলা ইনসাইডার/এমবি  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭