ওয়ার্ল্ড ইনসাইড

চীনে কমছে করোনা ভাইরাসের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2020


Thumbnail

সম্প্রতি ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯ বা করোনার প্রকোপ কমে আসছে উৎপত্তিস্থল চীনে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা ১১ জনে নেমে এসেছে। কিন্তু ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে আজ পর্যন্ত এটাই সর্বনিম্ন সংখ্যা। প্রতিদিন এই সংখ্যা কম বেশি ১ হাজারের ঘরে থাকত।

দেশটিতে নতুন করে মৃতের সংখ্যাও কমেছে। এতদিন এই সংখ্যা কম বেশি একশ এর মধ্যে ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজকে মারা যায় ২ জন।

সঙ্কটাপন্ন রোগীর সংখ্যাও কমেছে। এখন পর্যন্ত সঙ্কটাপন্ন রোগীর সংখ্যা ১১ হাজার ৪৭৭ জন।

জাতীয় এই দুর্যোগ কাটিয়ে উঠতে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে চীন। এখনো পর্যন্ত দেশটিতে মহামারী এই ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠে ২৩ হাজার ৩৪২ জন। সম্প্রতি, এই ভাইরাসটি নিয়ে আর্টিকেল প্রকাশ করে সমাজতান্ত্রিক এই দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং।

তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটির টীকা আবিষ্কারের অগ্রগতির কথা জানান, যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ল্যাব। এই খবরটি প্রথম প্রকাশ করে লস এঞ্জেলেস টাইমস।    

       



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭