ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের পথে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2020


Thumbnail

ট্রাম্প যাচ্ছে ভারত সফরে। এই নিয়ে ভারত আর পুরো বিশ্ব বিশেষ করে এই উপমহাদেশে মাতামাতির কোনো শেষ নেই। আজ সোমবার দু`দিনের সফরে সস্ত্রীক ভারতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এর মধ্যেই তাঁকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মোদি টুইটারে লেখেন, `মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি ভারত। আহমেদাবাদে হবে প্রথম অনুষ্ঠান।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুজরাতের আহমেদাবাদ, নয়াদিল্লি এবং আগ্রা যাবেন। এর আগে, বাহুবলী সিনেমার একটি সম্পাদনা করা ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেমার মূল চরিত্রের সঙ্গে তাঁর মুখ বসানো হয়েছে।

টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ভারতের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ-এর দিকে তাকিয়ে রয়েছি।’ ভারত সফরে, আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে `নমস্তে ট্রাম্প` অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নয়াদিল্লি পৌঁছানোর আগে যাবেন আগ্রায় তাজমহল পরিদর্শনে।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই ভারতে আসছেন মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেদ কুশনের। তাঁরা দুজনেই মার্কিন প্রেসিডেন্টের উচ্চপদস্থ পরামর্শদাতা। সফরে, পারষ্পরিক একমতে থাকা বাণিজ্যচুক্তি নিয়ে ভারত-মার্কিন আলোচনা হবে। যদিও সূত্রের খবর, বৃহত্তর বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কম।

প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন যে, ভারতের উচ্চহারে শুল্ক, এবং ভারতীয় বাজারে আরও জায়গা প্রয়োজন।

দু’দিনের ভারত সফরে নয়াদিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে উঠবেন ট্রাম্প ও তার পরিবার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পকে স্বর্ণ আর রুপায় মোড়ানো পাত্রে খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হবে।

 

ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া রাখতে আলপনা আর নকশায় সেজেছে আইটিসি মৌর্য হোটেল। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের কথা মাথায় রেখে হোটেলের ১৫তলায় সাড়ে চার হাজার বর্গ ফুটের ‘চাণক্য প্রেসিডেনশিয়াল স্যুইট’ তৈরি করা হয়েছে। 

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোটেল ও এর আশেপাশের এলাকা।  হোটেলে তৈরি করা হয়েছে আলাদা প্রবেশপথ, লিফটের ব্যবস্থা। সঙ্গে জমকালো সব খাবার-দাবারের আয়োজন তো থাকছেই।

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭