ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন ড. ওয়ান আজিজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2020


Thumbnail

 

মালয়েশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন ড. ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। একইসাথে দলের চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন বলে, খবর প্রকাশ করেন মালয় মেইল।

পদত্যাগ করার পর ড. ওয়ান আজিজা প্রধানমন্ত্রী করার বিষয়টি আলোচনায় আসে। মালয় মেইলের প্রকাশিত খবর জানানো হয়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ড. ওয়ান আজিজাকে ড. মাহাথির মোহাম্মদ মনোনীত করেন।

ক্ষমতাসীন পাকাতান হারাপান প্রশাসন থেকে সরে আসেন মাহাথিরের দল পার্তি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া। আর তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পার্তি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া (বারসাতু) দলের সভাপতি মুহিদ্দিন ইয়াসিন জানান, “তার দল ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দলের শীর্ষ নেতৃত্বের একটি বিশেষ বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় ক্ষমতাসীন পাকাতান হারাপান ত্যাগ করবে দল”।

ড. আজিজা মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী। আজিজা নিজেও বর্তমানে দেশটির উপপ্রধানমন্ত্রী।

 

বাংলা ইনসাইডার/এমবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭