ইনসাইড গ্রাউন্ড

ফিরলেন লিটন, অপেক্ষা মুশফিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2020


Thumbnail

এন্ডলোভুকে পুল করে চার মারলেন লিটন, পেলেন টেস্টে নিজের চতুর্থ ফিফটি। পরের ওভারেই অবশ্য আউট হয়ে গেলেন। রাজার অফ স্টাম্পের বাইরের বলটা কাট করতে গিয়েছিলেন, চাকাভার গায়ে পায়ে লেগে কীভাবে যেন সেটা চলে এলো গ্লাভসের ভেতর। পাঁচটি ক্যাচ হলো চাকাভার, মিরপুরে এক ইনিংসে এর চেয়ে বেশি ক্যাচ ধরেননি কোনো কিপার। 

এর আগে ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ে মুশফিক-লিটন। দুজনের প্রায় সমান অবদান সেখানে, রান উঠেছে ওভারপ্রতি সাড়ে তিন গড়ে। মুশফিক এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে। স্কোরবোর্ডে ৫৩৩ রান উঠে গেছে বাংলাদেশের।

স্কোরবোর্ড

বাংলাদেশ ৫৩৭/৬

মুশফিক ১৯০*, তাইজুল ৪*

লিড ২৭২

দেড়শ করায় শীর্ষে মুশফিক

এই ইনিংস দিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪টি ১৫০ বা এর বেশি রানের ইনিংস হলো মুশফিকের। তিনি ছাড়িয়ে গেলেন মুমিনুল হকের তিনটি ১৫০+ ইনিংসকে। এমন ২টি ইনিংস আছে মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের। এ দুজন ছাড়া ড্যাডি সেঞ্চুরি বা এর বেশি রানের ইনিংস আছে আর ২ জন বাংলাদেশ ব্যাটসম্যানের- ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের। সাকিবের ইনিংসটি ছিল ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২টি ডাবল সেঞ্চুরিও মুশফিকের, আজ সুযোগ পাচ্ছেন তৃতীয়টি করার। দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি, এরপর ২০১৮ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই করেছিলেন আরেকটি। মুশফিক ও সাকিবের সঙ্গে আরেকটি ডাবল সেঞ্চুরি তামিমের।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭