ওয়ার্ল্ড ইনসাইড

মোদীকে কাছে পেয়ে যা বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2020


Thumbnail

আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ৭টা মিনিটে ভারত পৌঁছান ট্রাম্প। ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান অবতরণ করেন গুজরাটের সর্দার বল্লভভাই পাটেল বিমানবন্দরে।

প্রথম দাপ্তরিক সফরে বন্ধু নরেন্দ্র মোদীকে দেখতে ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের সফরে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আসেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার।

মোতেরা স্টেডিয়ামে নরেন্দ্র মোদীকে পেয়ে ট্রাম্প যা বললেন তা তুলে ধরা হলঃ 

 

• ভারতকে সাঁজোয়া হেলিকপ্টার দিবে আমেরিকা।

• আধুনিকতম অস্ত্র সরবরাহ করবে।

• পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি। সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিয়েছি।

• সন্ত্রাসে মদদ দিলে বড় মূল্য দিতে হবে।

• বিনিয়োগের পথে বাধা দূর করতে দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে জোর দেওয়া হবে।

• ভারতকে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম দেবে আমেরিকা।

• আগামিকাল হবে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি

• ভারতের একতাই বিশ্বের কাছে অনুপ্রেরণা।

• সবার সম্মান রক্ষা করে চলেছে ভারত।

• মানুষের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছে ভারত।

• গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহিষ্ণু দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারত।

• এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন।

• আমেরিকা ভারতের সদা বিশ্বস্ত বন্ধু।

• মোদীকে সবাই ভালবাসেন।

• বিশ্বের সমস্ত মানবতাকে ভরসা দেয় ভারত।

• এক জন চা-ওয়ালা দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

• বন্ধু নরেন্দ্র মোদীর জন্য গর্বিত।

• এমন একটা সুন্দর স্টেডিয়ামে আপনাদের মধ্যে এসে আমার খুব ভাল লাগছে।

• ৮০০০ মাইল পেরিয়ে এখানে এসেছি একটা বার্তা দিতেই যে আমেরিকা ভারত এবং ভারতবাসীকে ভালবাসে: ট্রাম্প।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭