ইনসাইড গ্রাউন্ড

শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত সালমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2020


Thumbnail

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দিলেন অধিনায়ক সালমা খাতুন। ফেরালেন ভারতীয় ওপেনার তানিয়া ভাটিয়াকে। ১৬ রানে প্রথম আঘাত বাংলাদেশের। ৫ বলে ২ রান করে ফিরেছেন তানিয়া।

স্কোরবোর্ড

ভারতীয় নারী দল ২৮/১

ওভার ২.৪

বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জয় বাংলাদেশের

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে সালমা খাতুনরা। অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশের এটাই প্রথম ম্যাচ। অন্যদিকে ভারতীয় নারীরা মাঠে নেমেছে দ্বিতীয় ম্যাচে, প্রথম ম্যাচে জয় পেয়েছে তাঁরা।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা দুর্দান্ত হয়েছে। ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয়টা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। আজকের ম্যাচে যেকোনো বিচারেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। কিন্তু ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতে ম্যাচটি নিয়ে যথেষ্টই সাবধানী, ‘বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ দেখি না। তারা এমন একটা দল, যারা প্রতিনিয়ত উন্নতি করছে। বাংলাদেশকে এ মুহূর্তে যথেষ্ট ভালো দল বলেই মনে হচ্ছে।’

বাংলাদেশ একাদশ

মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (উইকেটরক্ষক), ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ, নাহিদা আখতার।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭