ওয়ার্ল্ড ইনসাইড

‘বিবেকানন্দ’ উচ্চারণ ভুল করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/02/2020


Thumbnail

গতকাল দুই দিনের দাপ্তরিক সফরে ভারতে আসেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৭টা মিনিটে ভারত পৌঁছান ট্রাম্প। ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান অবতরণ করেন গুজরাটের সর্দার বল্লভভাই পাটেল বিমানবন্দরে।

প্রথম দাপ্তরিক সফরে বন্ধু নরেন্দ্র মোদীকে দেখতে ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের সফরে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আসেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার।

আসার পর থেকেই দুই বন্ধু ট্রাম্প ও মোদীকে নিয়ে নানা রকম সংবাদ প্রকাশিত হচ্ছে গণমাধ্যমগুলোতে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা, আসার পর থেকেই নাকি নানা ভুল উচ্চারণে কথা বলছে ট্রাম্প।

স্বামী বিবেকানন্দ ভারতীয় নাগরিকদের কাছে প্রাতঃস্মরণীয় বলে পরিচিত। সেই বিবেকানন্দের নামই নাকি ভুল উচ্চারণে বললেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু ট্রাম্প। আনন্দবাজার পত্রিকা বিস্মিত হয়ে জানতে চান, এটা কি প্রস্তুতি কম নাকি ভারতীয়দের অবজ্ঞা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭