ওয়ার্ল্ড ইনসাইড

তাজমহল দেখে যা বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/02/2020


Thumbnail

প্রথম দাপ্তরিক সফরে বন্ধু নরেন্দ্র মোদীকে দেখতে ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের এই দাপ্তরিক সফরে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আসেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার।

আসার পর থেকে ট্রাম্প নিজেই মেয়ে আর জামাইকে ঘুরিয়ে দেখাচ্ছে প্রিয় বন্ধু মোদীর ভারতবর্ষ।    

ট্রাম্প ভারতবর্ষ ঘুরে দেখছেন, আর বিস্মিত হচ্ছেন। এসব নিয়ে নানা রকম সংবাদ প্রকাশিত হচ্ছে গণমাধ্যমগুলোতে।

সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল দর্শন করেন ট্রাম্প। প্রথম দর্শনের পরেই ভিজিটর্স বুকে মার্কিন রাষ্ট্রপতি লিখেন, ‘‘তাজমহল সম্ভ্রম জাগায়। ভারতীয় সংস্কৃতির অমূল্য ও বহুমুখী সৌন্দর্যের এ যেন এক অবিনশ্বর নমুনা”। এবং তিনি সেখানে ভারতকে ধন্যবাদও জানান। অবশ্য, তিনি ভারত সফর শুরুই করেছিলেন এই বলে যে, “ভারত ভালো নয়, নরেন্দ্র মোদী ভালো”।

আনন্দবাজার অনলাইনের প্রকাশিত খবরে বলা হয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন পটেল আগরার বিমানবন্দরে মার্কিন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গিয়েছিলেন।  বন্ধু ট্রাম্প, তাঁর পরিবার ও মার্কিন প্রতিনিধিদলের জন্য সূর্যাস্তের সোনালি আলোয় তাজ দেখার ব্যবস্থা করে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিদায় নেওয়ার আগে ট্রাম্প গাইড নিতিনকে বলেন, আমার এই সফরের পরে মার্কিন পর্যটকদের ঢল নামবে আগ্রায়।

 

বাংলা ইনসাইডার/এমবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭