ওয়ার্ল্ড ইনসাইড

এবার পদত্যাগ করলেন পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/02/2020


Thumbnail

আজ মঙ্গলবার পতত্যাগ করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী তাউর রুয়াক। জানা গেছে, ক্ষমতাসীন জোটের সমর্থন না থাকায় পদত্যাগ করেন এই রাজনীতিক। ফলে দেশটিতে এখন নতুন তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতায়।

আজকেই প্রধানমন্ত্রী মাতান পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁন্সিসকো গুতেরাঁর কাছে। গনমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ২০২০ অর্থ বছরের বাজেট পাস করতে অনেক বার চেষ্টা করেন প্রধানমন্ত্রী মাতান। কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছেন। আর তাই আজ পদত্যাগ করলেন তিনি।

এর কারণ জানা যায়, ক্ষমতাসীন জোটের বড় দল ‘ন্যাশনাল কংগ্রেস ফর তিমোরিজ রিকন্সট্রাকশন’-এর জানানা গুসমাও বর্তমান প্রধানমন্ত্রীর ওপর থেকে তার সমর্থন প্রত্যাহার করেন। আর এতে করেই তৈরি হয় এই রাজনৈতিক অস্থিরতা।

উল্লেখ্য, ক্ষমতাসীন জোটের সমস্যার কারণে গতকাল পদত্যাগ করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দলের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন তিনি। কিন্তু গতকাল বিকালেই আবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রধানমন্ত্রী।   

 

বাংলা ইনসাইডার/এমবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭