ওয়ার্ল্ড ইনসাইড

ভারত সফরে ট্রাম্পের যত ভুল উচ্চারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/02/2020


Thumbnail

গতকাল প্রথম দাপ্তরিক সফরে, বন্ধু নরেন্দ্র মোদীকে দেখতে ভারতের মাটিতে পা রাখলেন ট্রাম্প। দুই দিনের এই সফরে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আসেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার।

আসার পর থেকেই দুই বন্ধু ট্রাম্প ও মোদীকে নিয়ে নানা রকম সংবাদ প্রকাশিত হচ্ছে গণমাধ্যমগুলোতে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা, আসার পর থেকেই নাকি নানা ভুল উচ্চারণে কথা বলছে ট্রাম্প।

স্বামী বিবেকানন্দ ভারতীয় নাগরিকদের কাছে প্রাতঃস্মরণীয় বলে পরিচিত। সেই বিবেকানন্দের নামই নাকি ভুল উচ্চারণে বললেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু ট্রাম্প। আনন্দবাজার পত্রিকা বিস্মিত হয়ে জানতে চান, এটা কি প্রস্তুতি কম নাকি ভারতীয়দের অবজ্ঞা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় বইছে ট্রাম্পের এই ভুল উচ্চারণ নিয়ে। ভারত সফরে ট্রাম্প ভুল উচ্চারণে যা যা বলেনঃ

ট্রাম্পের মুখে

বিবেকানন্দ হয়ে গেলেন ‘বিবে কা মন্নন।

বেদ, অর্থাৎ ভেদাস হয়ে গেল ‘ভেস্তাস।

আর নরেন্দ্র মোদীকে বলে বসলেন, ‘চিয়াওল্লাহ (চাওয়ালা)।

একই ভাবে ক্রিকেট-আইকন সচিন ট্রাম্পের মুখে হয়েছেন ‘সুচ্চিন!

‘শোলে-র কথা বলতে গিয়ে তিনি বলেছেন ‘শোজে।

 

 

বাংলা ইনসাইডার/এমবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭