ইনসাইড গ্রাউন্ড

মুমিনুল এখন সবাইকে ঝাড়ি মারেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/02/2020


Thumbnail

২০১৯ সালের শেষ ভাগে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার হঠাত মুমিনুল হকের কাঁধে ওঠে টেস্ট দলের নেতৃত্ব। নতুন এই পরিচয়ে শুরুর তিনটি ম্যাচ ছিল ভারত-পাকিস্তানের বিপক্ষে, যেখানে তিনটিতেই ইনিংস পরাজয়ের মুখ দেখে বাংলাদেশ। তবে অধিনায়ক হিসেবে চতুর্থ টেস্টে এসে জয়ের মুখ দেখেছে তাঁর দল। আর শুরুর লাজুকতা কাটিয়ে অধিনায়ক মুমিনুল এখন ২২ গজে আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী বলে জানান টাইগারদের টেস্ট অধিনায়ক।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট জেতার পর ফুরফুরে মেজাজে নিজের অধিনায়কত্ব নিয়ে উপলব্ধি জানান তিনি, ‘আমার অধিনায়কত্ব শুরু হয়েছিল বিসিএল, জাতীয় লিগ দিয়ে। ওই জায়গায় (অধিনায়কত্বে) প্রথম প্রথম এরকমই (লাজুক) ছিলাম। পরে দেখলাম যে, নাহ জিনিসটা বদলাতে হবে। যারা মাঠে থাকে তারা জানে। একটু আগ্রাসী থাকতে হয় আরকি। এখন সবাইকেই ঝাড়ি মারি (হাসি)।’

এই কাপ্তানের অধীনে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে জিতেছে বাংলাদেশ। জয়ের পর মুমিনুল সংবাদ সম্মেলনে এসেছেন হাসি মুখেই। অধিনায়কত্বের প্রথম তিন ম্যাচের খারাপ করাকে স্বাভাবিকভাবেই দেখছেন বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক। তাঁর কাছে বরং উন্নতির ধারা রাখতে পারাই মুখ্য। শুরুর খারাপটা ভুলে গিয়ে ক্রমশ উন্নতির দিকেই নজর এই অধিনায়কের।

তিনি বলেন, ‘আমি জানি না আপনাদের আমাকে দেখে কখনও চাপে আছি মনে হয়েছে কিনা। তবে আমার নিজের কাছে মনে হয় না। আমি সবসময় যে জিনিসটা আশা করি যে, যেটা আমি চেষ্টা করি যে সবসময় আশাটা বড় রাখতে। শুরুর দিকে একটু খারাপ হলে আমি বিষয়টিকে সেভাবে দেখি না। কারণ এটা হতেই পারে। আপনার যখন ভালো হবে তখন আস্তে আস্তে ভালো হতে থাকবে। আমার কাছে উন্নতি করাটাও গুরুত্বপূর্ণ।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭