ইনসাইড ট্রেড

অপ্রকাশিত পাপিয়াদের খোঁজা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/02/2020


Thumbnail

গতকাল আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় পাপিয়ার প্রসঙ্গটি আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেছেন, অনেক আগে থেকেই আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি জানতো। তথ্য প্রমাণের জন্যই তারা সময় নিয়েছে। যখন সমস্ত তথ্য প্রমাণ একত্রিত হয়েছে, তখন তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলেছেন যারা ছাত্রলীগ করেনি, আওয়ামী লীগের জন্য কোন ত্যাগ-তিতিক্ষা করেনি, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন পদ পদবি দখল করেছে, তাদের একমাত্র কাজ হলো সেজেগুজে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া। মন্ত্রী এমপিদের সরলতার সুযোগ নিয়ে ছবি তোলা। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে নিজেদেরকে জাহির করা। নিজেদেরকে প্রভাবশালীদের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণের চেষ্টা করা। এরাই সচিবালয়ে সেজেগুজে দলবেধে যায় এবং নানা রকম তদবির করে। 

শুধুমাত্র চলচ্চিত্র বা মিডিয়ার লোক না, বিভিন্ন স্তরে এরকম পাপিয়ারা আওয়ামী লীগে ঢুকে পড়েছে তা মনে করেছে আওয়ামী লীগের হাইকমান্ড। আর এ সমস্ত অপ্রকাশিত পাপিয়াদের খোঁজা হচ্ছে। তাদের বিরুদ্ধেও শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭