ইনসাইড বাংলাদেশ

শাবনুরকে নিয়ে মুখ খুললেন সামিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/02/2020


Thumbnail

দাম্পত্য জীবনে কলহ হয়, সেগুলো মিটেও যায়। শাবনূরকে নিয়ে ঝামেলা ছিল। এমন অরো অনেক তথ্য স্বীকার পেয়েছেন সামিরা। তিনি বলেন,‘আসলে শাবনুরকে আমি ছোটবোনের মতো দেখেছি। সে বাসায় আসতো আমাদের, শুটিং স্পটে দেখা হতো। সবসময় সালমানকে ভাইয়া ভাইয়া বলে ডাকতো। সে সালমানের সঙ্গে রিলেশনে যাবে এটা আমি মানতে পারিনি।’

কত দিনের রিলেশন ছিল? ‘রিলেশন একদিনের হোক আর এক মুহুর্তের জন্য হোক, এই জগতে কোনো মেয়েই এটা মানবে না যে তার স্বামীর প্রেমিকা আছে। চারদিকে যখন শাবনূরকে নিয়ে গুঞ্জন ছড়ালো আমি বিরক্ত হয়েছিলাম। শাবনূরের উপর মাইন্ড করেছিলাম। কিন্তু তাকে আমি একটি কথাও বলিনি। যার যার কর্মফল সে সে ভোগ করবে। মানুষকে ছোট করার শিক্ষা আমি পরিবার থেকে পাইনি।’

এই সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি যা হয়েছে সামিরা আর সালমানের মাঝে হয়েছে। দূরত্ব বেড়েছে, আবার মিটমাট হয়ে কাছে এসেছে। তিনি বলেন,‘রাগ করে চলে যেতাম বাবার বাড়ি, সালমান বুঝিয়ে নিয়ে আসতো। সে কথা দিয়েছিলো শাবনূরের কাছ থেকে সরে আসবে। এবং সংবাদ সম্মেলন করে শাবনূরকে ছোট বোন বলে ঘোষণা দিলো। তার সঙ্গে ছবি না করার ঘোষণাও দিয়েছিলো। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। প্রায় ২৭টি সিনেমা সে ছেড়ে দিয়েছিলো শাবনূরের বিপরীতে।’

তিনি যোগ করেন,‘সর্বশেষ রাগ করে আমি ১৯৯৬ সালের জুনে চট্টগ্রাম চলে গেলাম। তখন সালমান বেশ অগোছালো হয়ে গেল। কারণ আমি তার কাজের ডায়রি মেইনটেইন করতাম। কখন কোন ছবির শুটিং, কী পোশাক পড়বে না পড়বে আমিই ঠিক করতাম। কিন্তু প্রায় আড়াই মাসের মতো আমি বাবার বাড়ি ছিলাম রাগ করে। এসময় সালমান নানাদিক থেকে এলোমেলো হয়ে গেলো। পরিচালক ও প্রযোজক সমিতির সঙ্গে ঝামেলা হলো।’

শাবনূরকে নিয়ে সিঙ্গাপুর গেল। সে খবর জানতেন না সামিরা। তিনি বলেন,‘সিঙ্গাপুর থেকে থেকে ফিরেই সে আমার কাছে ছুটে গেল। আমার কাছে গিয়ে কান্নাকাটি করলো। ও প্রচন্ড ইমোশনাল ছিলো। তার ইমোশনটা আসলে মুখে সহজভাবে বলা গেলেও এটা যে কোন লেভেলের তা বলে বোঝাতে পারবো না। সালমানের মা-ভাইও জানে, তার বন্ধুরা জানে, ইন্ডাস্ট্রিরও অনেকে জানে।’

ইমোশনাল নিয়ন্ত্রণ করতে পারতো না সালমান শাহ। সেটা পারলে আজকের এই দিন দেখতে হতো না বলে জানান সামিরা। তার কথায়, ‘কথা দিয়েছিল শাবনূরকে এড়িয়ে চলবে। তাকে কিছুদিন সময় দিতে হবে। শাবনূরের সাথে কিছু কাজ বাকী আছে। সেগুলো শেষ হওয়া পর্যন্ত আমি যেন ধৈর্য ধরি। কোনো রিউমার কানে না নিই। আমি চলে আসায় যে সবদিক থেকে ডুবে যাচ্ছে। তাই আমি যেন ফিরে আসি। মেনে নিলাম। নায়কদের জীবনে এসব হয়। হলিউডে হচ্ছে, বলিউডে হচ্ছে। আমাদের এখানেও ছিলো। এখনকার শাকিবকে নিয়েও অনেক কিছু শুনি। যেহেতু আমি সালমানকে বিশ্বাস করতাম এবং সে আমাকে প্রচন্ড ভালোবাসতো তাই এসব নিয়ে রাগ পুষে রাখিনি। সে অনুশোচনায় ভুগছে দেখে ফিরে এলাম ৩ সেপ্টেম্বর।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭