ইনসাইড গ্রাউন্ড

বিদায় জানালেন মারিয়া শারাপোভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/02/2020


Thumbnail

শরীর আর টানছিল না। কাঁধের চোটটা তার ক্যারিয়ারের সুন্দর সময়টাকেও যেন ভুলিয়ে দিতে বসেছিল। অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মারিয়া শারাপোভা। পাঁচবারের গ্র্যান্ডস্লামজয়ী রাশিয়ান এই টেনিস ললনা ৩২ বছর বয়সে বলে দিলেন বিদায়।

টেনিস ক্যারিয়ারে তার উত্থানটা ছিল বিশ্বকে কাঁপিয়ে। শারাপোভা তখন ১৭ বছরের বালিকা। ২০০৪ সালের উইম্বলডন জিতে রীতিমত হইচই ফেলে দেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জেতেন শারাপোভা। তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই রেকর্ড গড়েন তিনি। ২০০৫ সালে তিনি মহিলাদের টেনিসে এক নম্বর হন ও পরের বছর ইউএস ওপেন জেতেন। এরপরই ২০০৭ সালে কাঁধের চোটের জন্য সর্কিটে অনিয়মিত হয়ে পড়েন শারাপোভা। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ফের চোট ভোগাতে শুরু করে তাঁকে। ২০১২ সালে ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ডস্লাম বৃত্ত পূর্ণ করেন শারাপোভা। ২০১৪ সালে শেষবার ফরাসি ওপেন জেতেন তিনি। টেনিসে রাশিয়ার প্রতিনিধিত্ব করলেও ১৯৯৪ সাল থেকে মারিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মর্কিন মুলুকেই টেনিসের যাত্রা শুরু করে বিশ্বনন্দিত মহিলা খেলোয়াড়ের খ্যাতি পেয়েছেন তিনি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭