ইনসাইড বাংলাদেশ

মেট্রোরেলে স্মরণ হোক নিহত জাপানী বন্ধুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/07/2017


Thumbnail

জাপানের আট নাগরিক। সবাই দেশটির আন্তর্জাতিক উন্নয়ন-সহায়তা সংস্থার (জাইকা) কনসালটেন্ট। কাজ করছিলেন দেশের অন্যতম মেগাপ্রজেক্ট মেট্রোরেলের বাস্তবায়নে। গত বছরের ১ জুলাই রাতের খাবারের জন্য তাঁরা গিয়েছিলেন গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। সেদিনই ওই রেস্টুরেন্টে ঘটা জঙ্গি হামলায় নিহত হন সাতজন। গুলিবিদ্ধ হলেও একজন প্রাণে বেঁচে যান। 

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপান। তেমনি জাপানীদের অনেকেরই মধ্যে আলাদা ভালবাসার স্থানে আছে বাংলাদেশে। জানা গেছে, হলি আর্টিজানে নিহত সাত জাপানী হলেন, জাপানীদের অন্তত একজন শুধু প্রতিষ্ঠানের কাজের জন্যই নয় এসেছিলেন বাংলাদেশের ভালবাসার টানে। বাংলাদেশের জন্য জাপানিদের এমন ভালবাসার প্রকাশ দেখা গেছে বিভিন্ন সময়। 

বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক অর্থ সরিয়ে নেয়। দেশের মেগাপ্রজেক্টগুলো নিয়ে মহাঝামেলায় পড়ে সরকার। তবে, বিশ্বব্যাংক সরে গেলেও বাংলাদেশের পাশে ছিল জাপান। সরকারের মেট্রোরেল মেগাপ্রজেক্টের ৯০ শতাংশ অর্থায়নের কথা জানায় জাইকা। তাদের ওপর ভর করেই শুরু হয় আধুনিক ঢাকা রূপায়নের কাজ। মেগাপ্রজেক্টের কাজ উদ্বোধনের মাত্র চারদিন পরেই ঘটে হলি আর্টিজানের জঙ্গি হামলা। 

জঙ্গি হামলায় সাত জাপানি নিহতের ঘটনায় জাইকার সব কর্মকর্তা দেশ ছাড়েন। মেট্রোরেল প্রজেক্ট আর আগাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন কেউ কেউ। বাংলাদেশের ভবিষ্যত নিয়ে কূটনৈতিক মহলে প্রকাশ করা হয় নানা শঙ্কা।  তবে আগেই মতোই পাশে আসে জাপান। ফিরে আসেন জাইকার কর্মকর্তারা। পুর্নউদ্যোমে শুরু হয়, মেট্রোরেলের কাজ। 

বর্তমানে মেট্রোরেলের কাজ চলছে দ্রুতগতিতে। আগামী বছরের মাঝামাঝিই মেট্রোরেলের লাইন-৬ অবকাঠামো দৃশ্যমান হবে জনগণের কাছে। 

এই মেট্রোরেলের মাধ্যমেই কি বাংলাদেশের কাজে এসে জীবন দেওয়া জাপানের অকৃত্রিম বন্ধুদের স্মরণ করতে পারিনা। খুব কি বেশি চাওয়া হবে যদি মেট্রোরেল স্টেশনগুলোর নাম জাপানের সাত নিহত ও আহত এক বন্ধুর নামে করার দাবি জানানো হয়। অনেকের মতে যে মেট্রোরেলের বাস্তবায়ন কাজে এসে জঙ্গি হামলায় জাপানি বন্ধুরা প্রাণ দিয়েছেন সেখানের স্মরণ হবেন তাঁরা। 

একাত্তর পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় বন্ধু জাপানের প্রতি বাংলাদেশে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ খুব কমই এসেছে। অন্তত হলি আর্টিজানে নিহত ও আহত বন্ধুদের নামে মেট্রোরেল স্টেশন করার মাধ্যমে স্মরিত হোক জাপান-বাংলাদেশ বন্ধুত্ব এবং বাংলাদেশের প্রতি জাপানীদের ভালবাসা। 


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭