ইনসাইড গ্রাউন্ড

ডিপিএল ২০২০- আট দলের স্কোয়াড দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2020


Thumbnail

ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। প্লেয়ার্স বাই চয়েজ সিস্টেমে কিছুটা হলেও রঙ হারিয়েছিল এই ডিপিএল। অন্তত ক্রিকেটাররা খুশি ছিলেন না মোটেও। ক্রিকেটারদের আন্দোলনের পর এবারের ডিপিএলে নেই সেই প্রথা। ক্রিকেটাররাই পছন্দ করে নিচ্ছেন কোন দলে খেলবেন তারা। আগামী ৩, ৪ ও ৫ মার্চ ২০২০ সালের দলবদলের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে বেশিরভাগই ক্লাব দল গুছিয়ে ফেলেছে।

এবারের আসরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন মুশফিকুর রহিম। আবাহনীর উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্র জানিয়েছে, মুশফিকুর রহীমকে তারা ৬৫ লাখ টাকায় দলে ভএড়াতে যাচ্ছেন। তার সাথে চুক্তি হয়েও গেছে। মোটা অংকের অগ্রীমও দিয়ে দেয়া হয়েছে। তারই বিনিময়ে ক্লাব ক্রিকেটে প্রথমবার আকাশী-হলুদ জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন সব ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিকভাবে ভাল খেলা এ মিডল অর্ডার ব্যাটসম্যান।

এদিকে অর্থ প্রাপ্তিতে মুশফিকের খুব কাছাকাছি আছেন ‘পঞ্চ পান্ডবের’ বাকি তিন সদস্য মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই তিন বড় তারকাই ৫০ লাখ টাকার ওপরে পাচ্ছেন। এর বাইরে লিটন দাস, সৌম্য সরকারসহ আরও কজন ৪০ লাখ টাকার বেশি পাবেন।

টুর্নামেন্ট শুরুর বাকি থাকলেও ইতিমধ্যে দল সাজানো শেষের দিকে প্রায় সবগুলো ক্লাবের। চলুন দেখে নেয়া যাক এবারের ডিপিএলে কে খেলছেন কোন দলে।

আবাহনী লিমিটেড

মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাইম শেখ, আরাফাত সানি, শহিদুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান রানা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব

মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, এবাদত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, সৈকত আলী, জিয়াউর রহমান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, ইলিয়াস সানি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আশরাফুল।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাইম হাসান, নাজমুল ইসলাম অপু, অলক কাপালি, নাহিদ হাসান, মনির হোসেন, দোলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রনি তালুকদার।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্লাব

মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, জাকির হাসান, আরিফুল হক, আকবর আলী, মেহেদী হাসান, সঞ্জিত সাহা, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহাদাত হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব

সাইফ হাসান, ইমরান, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান পারভেজ, শরিফউল্লাহ, ফরহাদ রেজা, শামীম হোসেন পাটোয়ারী, এনামুল হক জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, আবু রায়হান, রেজাউর রহমান রাজা, শফিকুল।

লিজেন্ডস অফ রূপগঞ্জ

শাহরিয়ার নাফীস, নাইম ইসলাম, মেহেদী মারুফ, নাবিল সামাদ, মুক্তার আলী, সানজামুল ইসলাম, সাব্বির রহমান, পিনাক ঘোষ, শফিউল ইসলাম, রুয়েল মিয়া, আল আমিন জুনিয়র, আল-আমিন হোসেন, সাদমান ইসলাম অনিক, সোহাগ গাজী, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ।

ব্রাদার্স ইউনিয়ন

তুষার ইমরান, মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, তাসকিন আহমেদ, আলাউদ্দিন বাবু, নাইম ইসলাম জুনিয়র, আব্দুর রাজ্জাক, জাবিদ, জসিমউদ্দিন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব

শুভাগত হোম, শামসুর রহমান শুভ, অভিষেক মিত্র, আসিফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, জাভেদ।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭