ইনসাইড গ্রাউন্ড

নিষিদ্ধ সাকিবের সুবিধা নিতে চায় জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2020


Thumbnail

দীর্ঘ ৯ মাস পর মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাশরাফি ফিরলেও এই সিরিজেও থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে সবথেকে সফল টাইগার তারকাকে। নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তাই জিম্বাবুয়ে থাকছে একটু হলেও নির্ভার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের প্রধান অস্ত্র সাকিব আল হাসানের না থাকাকে নিজেদের জন্য সুবিধা মনে করছে জিম্বাবুয়ে। দলটির অলরাউন্ডার চামু চিবাবা আজ একথা জানিয়েছেন।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন, সাকিব বাংলাদেশের একজন অসাধারণ খেলোয়াড়। এটা তাঁদের নতুন একটি শুরু (সাকিবকে ছাড়া)। ব্যাটে-বলে সে একজনের মধ্যে দু’জন খেলোয়াড়। সাকিব না থাকায় আমারা সুবিধা নিতে চাই। সে একজন মানসম্পন্ন খেলোয়াড়।’

জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ম্যাচে ৪০ গড়ে ব্যাট হাতে ১৪০৪ রান করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বল হাতেও দারুণ উজ্জ্বল বাঁহাতি এই স্পিনার। তিনি ৭৪ উইকেট নিয়েছেন দলটির বিপক্ষে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭