ইনসাইড গ্রাউন্ড

ঘরের মাঠ বলেই যত ভয় রিয়ালের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2020


Thumbnail

আগামী ১ মার্চ বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিগের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হারলেই শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে যাবে জিনেদিন জিদানের দল। আর বার্সেলোনা হারলে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে রিয়াল।

চলটি মৌসুমে বিস্ময়কর এক মৌসুম দেখছে লা লিগা। রিয়াল বা বার্সেলোনা কেউই খুব একটা দাপুটে ফুটবল খেলেনি। তবু দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও চারে থাকা সেভিয়া। লিগের শীর্ষে থাকা অবস্থায় বার্সেলোনা তাদের আগের কোচ আর্নেস্তো ভালভার্দেকে ছাঁটাই করেছে।

সভাপতি হোসে মারিয়া বার্তেমেউর বিপক্ষে খেলোয়াড়দের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। একের পর এক চোটে পড়ছেন বার্সেলোনার খেলোয়াড়েরা। বার্সেলোনার এমন অবস্থারও সুযোগ নিতে পারেনি রিয়াল। নিজেদের দোষে বারবার পয়েন্ট খুইয়ে আছে দুইয়ে।

চ্যাম্পিয়নস লিগেও তথৈবচ অবস্থা। শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার নাপোলির মাঠে কোনোমতে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ২-১ গোলে হেরেই গেছে ম্যানচেস্টার সিটির কাছে। তবে বার্সেলোনার তুলনায় চ্যাম্পিয়নস লিগে রিয়ালের টিকে থাকাটা অনেক কঠিন।

রিয়ালের সবথেকে বড় দুশ্চিন্তা নিজেদের ঘরের মাঠ। যেখানে অন্যান্য দলের শক্তি নিজেদের সমর্থক-মাঠ, সেখানে অল হোয়াইটরা বার্নাব্যুতে সবথেকে বেশি ভঙ্গুর। চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি তো আছেই, বার্নাব্যুতে এল ক্লাসিকোতেও যাচ্ছেতাই রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ খেলা ১১ এল ক্লাসিকোতে রিয়ালের জয় মোটে ৩ টা!

লা লিগার ইতিহাসে এই রিয়াল-বার্সেলোনা একেবারে সমানে সমান। দুই দলের জয়ের সংখ্যা ৭২ টি। রবিবার যারা জিতবে, তারাই এগিয়ে যাবে অন্যকে ছাড়িয়ে। আর গোল দেয়ার সংখ্যায় একটুখানি এগিয়ে রিয়াল। জিদানের দলের করা ৩৯১ গোলের বিপরীতে বার্সা দিয়েছে ৩৭৭ টি গোল।   

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭