ইনসাইড গ্রাউন্ড

মুজিববর্ষের অংশ হতে পেরে গর্বিত টেলর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2020


Thumbnail

বিশ্ব একাদশের হয়ে এশিয়া একাদশের বিপক্ষে খেলবেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন ব্রেন্ডন টেলর। কারণ ‘বঙ্গবন্ধু’ নামটা ব্রেন্ডন টেলরের কাছে খুবই পরিচিত। তিনি জানেন বাংলাদেশের মানুষের ‘বঙ্গবন্ধু’ কে। বাংলাদেশের জন্য সে মানুষটির অবদানও খুব ভালো করেই জানেন জিম্বাবুয়ের এ তারকা ক্রিকেটার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশে টেলরের সুযোগ পাওয়াটা মোটামুটি নিশ্চিত। কথাটা শুনে বেশ রোমাঞ্চ কাজ করছে তাঁর মধ্যে। আজ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের দলের অনুশীলনের ফাঁকে এসব জানান জিম্বাবুয়ে ক্রিকেট কিংবদন্তী।

তিনি বলেন, ‘বিশ্ব একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। বাংলাদেশের এত বড় উদ্‌যাপনে আমাকে আমন্ত্রণ জানানো এবং এর অংশ হতে পেরে আমি গর্বিত। বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটাররা এখানে খেলবে তার সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই সম্মানিতবোধ করছি। নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করছি।’

ক্যারিয়ারের শুরুতে বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে টেলরের। তাঁর কাছে সবচেয়ে ভালো লাগছে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, তাতে এ মহান নেতাকে সম্মান জানাতে পেরে, ‘যারা এই ম্যাচ খেলবে, সবার জন্যই বিশাল ব্যাপার হবে। বাংলাদেশের জন্য তাঁর অবদানকে সম্মান জানানোর ছোট্ট চেষ্টা করতে পারছি আমরা।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭