ইনসাইড বাংলাদেশ

বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2020


Thumbnail

বেনাপোল সীমান্ত থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ সবুজ মিয়া (২৪) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার ৮ মার্চ রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ ঢাকা ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র-গুলি বেচা-কেনার উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের সাদিপুর মোড়ে অবস্থান করছে। এ খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সবুজকে আটক করে। পরে তার শরীর  তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বর্তমানে সীমান্তে চোরাচালান বিষয়ে বিজিবি অনেক তৎপর এবং সতর্ক হওয়ার কারনে সবুজকে আটক করতে সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আটক আসামির নামে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

 

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭