ইনসাইড গ্রাউন্ড

এ কেমন দশা দেশের ফুটবলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/07/2017


Thumbnail

প্রায় দুই বছর পর আবারও ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান পুনরুদ্ধার করল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। সদ্য সমাপ্ত কনফেডারেশন্স কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ব্রাজিল ও আর্জেন্টিনাকে টপকে চূড়ায় ফিরল তারা। ব্রাজিল দুই এবং আর্জেন্টিনা তিনে এসেছে। এছাড়া পর্তুগাল চার ও সুইজারল্যান্ড পাঁচ নম্বরে উঠে এসেছে।

সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। তাদের অবস্থান ৯৬তম স্থানে। মালদ্বীপ ১৪২, আফগানিস্তান ১৫৫, ভুটান ১৬৪, নেপাল ১৭০, শ্রীলংকা ১৯৭ এবং পাকিস্তান ২০০তম স্থানে রয়েছে।

তবে না খেলেও উন্নতি করা যায়! যার প্রমাণ ফিফার এই বিশ্ব র‌্যাংকিং। গত বছর অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফে ভুটানের সাথে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে বাংলাদেশ। লজ্জার এই পরাজয়ের কারণে   আগামী ২০১৯ সাল পর্যন্ত ফিফা ও এএফসির অধীনে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না লাল সবুজের দল। কিন্তু তাতে কি? ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে নাসির-হেমন্তরা। বৃহস্পতিবার (৬ জুলাই) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৯০ নম্বরে ওঠে এসেছে।অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত উঠেছে তাদের ইতিহাসের সেরা পজিশনে। তারা এখন আছে ৯৬ নম্বরে!

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন দেশের মানুষকে খালি স্বপ্ন দেখান। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্বপ্ন দেখিয়েছেন ২০২২ সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। কিন্তু প্রতিশ্রুতি আর কাজের কোনো মিল নেই। তার খামখেয়ালি কথাবার্তায় যে কাজ হয়না সেটা খোদ সালাহউদ্দিন নিজেও বুঝতে পারছেন কিনা সে বিষয়েও সংশয় আছে।

কিছুদিন আগেই ইতালির অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়েছে ভারত অনুর্ধ-১৭ দল। ভারত হারিয়েছে তো আর সেটাই বা কম কিসে!

খেলোয়াড় মূলত উঠে আসে বয়সভিত্তিক দলগুলো থেকে। অথচ বাফুফের এসব দিকে কোন খেয়াল নেই। এমনকি ক্লাব ফুটবলের অবস্থাও জরাজীর্ণ। দেশে আন্তর্জাতিক স্টেডিয়াম আছেই একটি যেখানে চলে ক্লাব ফুটবল সঙ্গে আন্তর্জাতিক খেলা গুলোও। মাঠের অবস্থাও খুব একটা ভাল নয়। ফুটবল উন্নয়নের জন্য তেমন কোন উদ্যোগ নিচ্ছে না ফুটবল ফেডারেশন। শুধু কথার বুলি দিয়েই তাদের কাজ শেষ করে দিচ্ছে।

আমাদের প্রতিবেশী দেশ ভারত অনেক আগে থেকেই হকি,কাবাডির মত খেলা গুলোতে বেশ ভাল খেলে আসছে। কিন্তু বরাবরের মত বাংলাদেশ অনেক পিছিয়ে।

দেশের বেশিরভাগ ফুটবল ক্লাব গুলোর অবস্থাই খারাপ। অনেকের নেই প্র্যাকটিস করার জন্য নিজস্ব মাঠ। এবং ৯০% ক্লাবই ঢাকা কেন্দ্রিক যা ফুটবলের জন্যই ক্ষতিকারক। ক্লাবগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় জেলা ভিত্তিক ফুটবলের উন্নতি নেই বললেই চলে। এমন চলতে থাকলে নিভু নিভু করে জ্বলতে থাকা দেশের ফুটবল প্রদীপের আলোও একসময় নিভে যাবে। 


বাংলা ইনসাইডার/এনআই/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭