ইনসাইড বাংলাদেশ

শার্শা থানার ওসি, ২ দারোগা ও ২ সিপাহীকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/03/2020


Thumbnail

আদালতের নির্দেশ অবমাননা করে মামলার আলামত ধ্বংস না করে বিক্রি করার অপরাধে শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানকে খুলনার আর আর এফ এ প্রত্যাহার করা হয়েছে। এঘটনার সঙ্গে শার্শা থানার এসআই হাসান, এএসআই আবু বকর, সিপাই ইকবাল ও বকসি মান্নানকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শার্শা থানার কয়েকটি সূত্রে জানা গেছে গত ৬ মার্চ ১৫ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন শার্শা থানা পুলিশ। ৮ মার্চ যশোর আদালতের শার্শা কোর্টের ম্যাজিস্টেট সাইফুদ্দিন শার্শা থানা পুলিশ কে নির্দেশ দেন উক্ত মাদক দ্রব্য ধ্বংস করার জন্য। সুচতুর পুলিশ কর্মকর্তারা সেই মাদক দ্রব্য ধ্বংস না করে বিক্রি করে দেন। এঘটনাটি জানা জানি হলে ১৫ মার্চ শার্শা থানার এসআই হাসান, এএসআই আবু বকর, সিপাই ইকবাল ও বকসি মান্নান কে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করেন। ১৬ মার্চ শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান কে খুলনার আর আর এফ এ প্রত্যাহার করেছেন।

যশোরের নাভারণ ‘খ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ঘটনার সত্যতা সিকার করে বলেন, ৪ জনকে যশোর পুলিশ লাইনে ও ওসি কে খুলনা আর আর এফ এ প্রত্যাহার করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭