কালার ইনসাইড

আবারো বায়োপিকে আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

ভারতীয় বিমান বাহিনীর বৈমানিক রাকেশ শর্মা ছিলেন মহাকাশে যাওয়া ভারতের প্রথম নভোচারী। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) ও সোভিয়েত ইন্টারকসমস মধ্যকার যৌথ মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে মহাকাশে যাওয়ার জন্য নির্বাচিত হন তিনি। সাত দিন ২১ ঘণ্টা ৪০ মিনিট অবস্থান করেন এই মহাকাশচারী। তার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে । নাম রাখা হয়েছে ‘স্যালুট’।

‘দঙ্গল’-এর মতো বিখ্যাত ব্যক্তির জীবন নির্ভর এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। এতে ভারতের মহাকাশচারী রাকেশ শর্মার ভূমিকায় দেখা যাবে ৫১ বছর বয়সী এই অভিনেতাকে।

কিন্তু প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর ‘স্যালুট’ নামটি চূড়ান্ত করেছেন। কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের জীবন নির্ভর ছবি ‘দঙ্গল’ও প্রযোজনা করেন তিনি। তখনই আমিরকে ‘স্যালুট’-এর চিত্রনাট্য দেখান সিদ্ধার্থ। এটি তৈরি হবে তার নতুন গড়া আরকে ফিল্মসের (রয় কাপুর ফিল্মস) ব্যানারে।

ছবিটি পরিচালনা করবেন মহেশ মাথাই। ভারতের বিজ্ঞাপনী দুনিয়ায় তিনি পরিচিত নাম। ‘স্যালুট’ মুক্তি পাবে ২০১৮ সালের ডিসেম্বরে।

এদিকে চুক্তিবদ্ধ হওয়ার আগেই রাকেশ শর্মা চরিত্রে অভিনয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমির খান।

রাকেশ শর্মার কাছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন, মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে? উত্তরে রাকেশ বলেছিলেন, ‘সারে জাহা সে আচ্ছা’। এজন্যই ধারণা করা হচ্ছিল, নির্মাণাধীন ছবিটির নাম রাখা হবে ‘সারে জাহা সে আচ্ছা’। এর বাংলা অর্থ হলো ‘বিশ্বের সবচেয়ে সেরা’।


বাংলা ইনসাইডার/এমআরএইচ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭