ইনসাইড আর্টিকেল

নতুন ধারায় ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

ভালোবাসা দিবসে তরুণ-তরুণীরা একে অন্যের হাত ধরে বেরিয়ে পরেছিল রাজপথে। চারিদিকে দেখা মেলেছে ভালবাসার এক বাঁধ ভাঙ্গা প্রকাশ। এরই মাঝে ভালবাসার এক নতুন উদ্যোগ নজর কেড়েছিল অনেকের।

শিশুদের সাথে ভালোবাসা শেয়ার করতে সামাজিক সংগঠন দীপ্ত শিখা নিকেতন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে ওয়েডিং ফটোগ্রাফার তানভীর আলি।

তানভীর আলি জানান,  ওয়েডিং ফটোগ্রাফি শখের পাশাপাশি পেশার জন্য করে থাকলেও বঞ্চিত শিশুদের মুখে একটু হাসি নতুন কিছু করে দেখাতে শেখায়।

প্রতিযোগিতার উদ্যোক্তারা জানান, এই আত্মকেন্দ্রিক যুগে যেখানে সবাই নিজেদের নিয়ে ব্যাস্ত, সেখানে শিশুদের মাঝে তানভীরের নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার আগ্রহ আসলেই প্রশংসনীয়।


বাংলা ইনসাইডার/এমএ/এএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭