ওয়ার্ল্ড ইনসাইড

করোনা: নোয়াখালির একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2020


Thumbnail

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি (৫৫) মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় তার মৃত্যু হয়। তিনিই ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম বাংলাদেশি।  তার দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়। 

জানা যায়, ওই ব্যক্তি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি ইতালির মিলান শহরে বসবাস করতেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এছাড়া প্রবাসীদের মাঝে আতঙ্ক বেড়ে গেছে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ যাবৎকালের রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩২ জন।

করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ইতালিতে এখন পর্যন্ত ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। গিম্বে হেলথ ফাউন্ডেশনের তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা মোট আক্রান্তের ৮ দশমিক ৩ শতাংশ। হাতে গ্লাভস না পরাসহ অন্যান্য অসচেতনতার কারণে ভাইরাস আক্রান্ত হচ্ছেন তারা।

অন্যদিকে করোনার উৎপত্তিস্থল চীনে শুক্রবার নতুন করে ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার মারা গেছে ৭ জন।

করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৪০১ জন। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৯৫২ জন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭