ইনসাইড গ্রাউন্ড

রাতে রিয়ালের মুখোমুখি হচ্ছে নেপোলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর লড়াইয়ে রাতে মাঠে নামছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং নেপোলি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ১.৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

এই ম্যাচ দেখতে হাজার হাজার নেপোলি সমর্থক ভিড় জমিয়েছে মাদ্রিদে। তবে নেপোলির জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে প্রাক্তন নেপোলি তারকা খেলোয়াড় ডিয়েগো ম্যারোডোনা। রিয়াল বনাম নেপোলির এই খেলা উপভোগ করতে মাদ্রিদে এসেছেন তিনি।

ম্যারোডানার এই খেলা দেখতে আসা নিয়ে নেপোলির গোলরক্ষক পেপে রেইনার বলেন, “ম্যারাডোনার উপস্থিতি মানেই একটা বাড়তি প্রেরণা। আশা করছি, আমরা তাকে নিরাশ করবো না।”

রিয়াল বনাম নেপোলির খেলা ছাড়াও ইউসিএলের আরেক ম্যাচে রাতে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ এবং আর্সেনাল। এই খেলাটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭