কালার ইনসাইড

করোনা ভাইরাস; শবনম ফারিয়ার ৮ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/03/2020


Thumbnail

সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। দেশেও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। করোনা আতঙ্ক না ছড়িয়ে সচেতনতায় প্রচারের দিকে বেশি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের কণ্ঠশিল্পী থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দার তারকারা সোশ্যাল মিডিয়াতে নানাভাবেই করোনাভাইরাস সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছেন। এবার ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে সচেতন করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার পরামর্শগুলো জেনে নেওয়া যাক:

১. প্রথম এবং প্রধান কাজ হলো খুব বেশি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়া।

২. আর যখন বাইরে থেকে ফিরবে তখন অবশ্যই ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে।

৩. কোন কারণে যদি সাবান এবং পানির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।

৪. ফ্লু বা ঠান্ডায় আক্রান্ত কোন ব্যক্তির সংষ্পর্ষে যাবেন না। যদি যেতেই হয় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন।

৫. হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখবেন। টিস্যুর ব্যবস্থা না থাকলে কনুই দিয়ে মুখ ঢাকার ব্যবস্থা করবেন।

৬. ডিম কিংবা মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে খাবেন।

৭. লিফট কিংবা সিঁড়িতে ওঠার সময় হ্যান্ডেল স্পর্শ করবেন না।

৮. বাসায় ফেরার পর গোসল করে নেবেন সাবান দিয়ে।

ভিডিও লিংক

শবনম ফারিয়ার ভিডিও



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭