ওয়ার্ল্ড ইনসাইড

করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2020


Thumbnail

করোনা কেড়ে নিল আরও এক বাংলাদেশির প্রাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সোমবার ওই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তার পরিচয় জানা যায় নি। এ নিয়ে নিউইয়র্কে করোনায় আক্তান্ত হয়ে  তিন বাংলাদেশির মৃত্যু হলো।

করোনায় আক্রান্তের সংখ্যায় চীন এবং ইতালির পরেই উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে আরও ১০ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৩৪। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫৩ জন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছয় শতাংশ। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৭৫। এই অঙ্গরাজ্যেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছে ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭