কালার ইনসাইড

কবিতায় সতর্ক করলেন রিয়াজের মেয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2020


Thumbnail

ঢাকাই সিনেমার নন্দিত নায়ক রিয়াজ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর মডেল ও অভিনেত্রী তিনার সঙ্গে দাম্পত্যজীবন শুরু করেন। ভালোবাসা আর সুখে ভরপুর সেই সংসারে ২০১৪ সালের ৩০ মে দুপুরে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা আমেরা সিদ্দীকী। এবার স্ত্রী ও মেয়েকে নিয়ে করোনাভাইরাস প্রতিরোধের বার্তা দিলেন রিয়াজ।

ঘরে বসেই পরিবারের সঙ্গে একটি ভিডিও বানিয়ে প্রকাশ করেছেন রিয়াজ। এখানে দেখা যাচ্ছে তার সাড়ে ৫ বছরের কন্যা আমেরা করোনা বিষয়ক ছড়া পড়ছে। মা ও বাবার সঙ্গে আধো আধো বোলে ছড়া বলে চলেছে আমেরা।

ছড়াটি এমন, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেনো আমি হাত ধুয়ে চলি, হাঁচি কাশি পেলে তুমি মুখখানা ঢাকো, রাস্তায় কফ থুতু ফেলা যাবে নাকো, করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, নিয়ম মেনে ঘরে থাকি বাংলাদেশের তরে।’

মেয়ের ছড়া আবৃত্তি শেষ হলেই রিয়াজ বলেন, ‘প্রিয় ভাই বেনেরা,আসুন আমরা এই সময় নিয়ম মেনে ঘরে থাকি, যেভাবে বাংলাদেশে করোনা সংক্রামিত হচ্ছে, আমরা যদি ঘরে থাকি, ঠিক মতো হাত ধুই এবং হাঁচি কাশির শিষ্টাচার বজায় রাখি আমরা হয় তো এই করোনা সংক্রামনকে কিছুটা থামিয়ে রাখতে পারবো। মহান সৃষ্টিকর্তা আমরাদের সবাইকে ভালো রাখুন।’

নভেল করোনা ভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সর্বশেষ করোনা ভাইরাস চলে এসেছে বাংলাদেশেও। ইতিমধ্যে বাংলাদেশে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

ভিডিও লিংক:

ভিডিওটি দেখুন




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭