ইনসাইড গ্রাউন্ড

করোনা প্রতিরোধে এগিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2020


Thumbnail

করোনার প্রকোপে থমকে গেছে গোটা বিশ্ব। রাজনৈতিক, অর্থনৈতিক অঙ্গনের সাথে বর্তমানে পুরোপুরি বন্ধ সকল ধরণের ক্রীড়া আয়োজন। বন্ধ ক্লাব ফুটবলও। এমতাবস্থায় শুধু বসে না থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।

স্প্যানিশ বাস্কেটবল তারকা টেরি থম্পকিন্স করোনা ভাইরাস টেস্টে পজিটিভ হওয়ার পর থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন রিয়ালের সব ফুটবলার। তবু এই অবস্থার মাঝেই করোনার বিপক্ষে যুদ্ধ করে সরাসরি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন রিয়াল তারকারা।

রিয়ালের ফুটবলাররা পুরো সমাজ ব্যবস্থার কথা চিন্তা করে অর্থনৈতিকভাবে সহযোগীতা করতে চান। তবে এ ধরনের পরিস্থিতিতে কোনো কিছু ঘোষনা দেয়ার আগে তারা ১০০ ভাগ নিশ্চিত হতে চান যে তাদের কি করা উচিত, কীভাবে এবং কোথায় সেটা বাস্তবায়ন করবেন।

খেলোয়াড়রা ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং ড্রেসিংরুমের নেতারা ইতিমধ্যে সমস্ত অঞ্চলের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এই আর্থিক সহায়তা কোথায় সবচেয়ে বেশি কার্যকর হবে তা নিশ্চিত করাই রিয়াল মাদ্রিদের ফুটবলারদের প্রধান লক্ষ্য।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭