ইনসাইড পলিটিক্স

শেখ হাসিনার কাছে খালেদার পক্ষে ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2020


Thumbnail

শেখ হাসিনার কাছে খালেদার পক্ষে ক্ষমা চাইলেন পরিবার। বেগম খালেদা জিয়ার পরিবারের তিনজন সদস্য গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার বোন সেলিনা ইসলাম এবং বোনের স্বামী। এই তিনজন মূলত বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য শেখ হাসিনার কাছে অনুরোধ করতে যান। প্রায় আধা ঘন্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

বৈঠকে বেগম জিয়ার বোন তার শারীরিক অবস্থার বর্ণনা দেন এবং বাইরে চিকিৎসার জন্য তাকে মুক্তি দিতে আকূল আবেদন করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন সেলিনা ইসলাম। তিনি বলেন যে, খালেদা জিয়া যদি কোনো ভুল ত্রুটি করেন, আপনি জাতির অভিভাবক হিসেবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। আপনি ক্ষমা করে দেন।

এরপর বেগম জিয়ার শারীরিক অবস্থা সংক্রান্ত কিছু বিবরণও তিনি উপস্থাপন করেন। শেখ হাসিনা মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন। এই বৈঠকের পরেই বেগম জিয়ার মুক্তিপ্রক্রিয়ার ব্যাপারে শেখ হাসিনা সম্মতি দেন বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭