ইনসাইড বাংলাদেশ

ঘাড় ধাক্কা দিয়ে বের করলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2020


Thumbnail

সরকারের দেওয়া শর্তের ভিত্তিতে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (২৫ মার্চ) আড়াইটার দিকে বিএসএমএমইউতে কারা কর্মকর্তা চিঠি নিয়ে যান। পরে তিনি মুক্তি পান।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা তিনটা পাঁচ মিনিটের দিকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়ার পর পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব তাকে গ্রহণ করেন।

বিএনপির মহাসচিব পরে বের হয়ে মাইক হাতে নেতাকর্মীদের চলে যেতে বলেন। কিন্তু তার কথা কেউ গ্রাহ্য করছিল না। পরবর্তীতে তিনি উত্তেজিত হয়ে নেতাকর্মীদের ধাক্কা দিতে শুরু করেন। তিনি নেতাকর্মীদের ধাক্কা দিতে দিতে রাস্তায় নামিয়ে দেন। এ সময় কয়েকজনকে তিনি ঘাড়ও ধাক্কা দেন। 

বাংলা ইনসাইডার

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭