ইনসাইড গ্রাউন্ড

অসহায়দের পাশে লিটন কুমার দম্পত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2020


Thumbnail

করোনাভাইরাসের কাছে অসহায় গোটা বিশ্ব। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হবার পাশাপাশি প্রাণ হারানোর সংখ্যাও বাড়ছে হুহু করে। এই ভাইরাসকে সামাল দিতে ব্যর্থ উন্নত দেশগুলো। সরকারের সাথে তাই এই দুঃসময়ে করোনা প্রতিরোধে সোচ্চার সেলিব্রেটরাও। এই ধারায় পিছিয়ে নেই বাংলাদেশ-ও। দেশের সংকটে অসহায়দের পাশে এসে দাঁড়াচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। এবার দুস্থদের লিটন কুমার দাস এবং তাঁর স্ত্রী।

লিটনের স্ত্রী সঞ্চিতা আজ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। পলিথিনের ব্যাগে প্যাকেট করা খাবারের স্তূপের ছবি। সঞ্চিতা লিখেছেন, ‘এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। সাহায্য করারও কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতটুকু পেরেছি কেনার চেষ্টা করেছি। কাজটা ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এখন ঘরে নিজেকে আটকে (কোয়ারেন্টাইন) রাখার সময়। দয়া করে অন্যদের সাহায্য করতে যা যা সম্ভব করুন। আপনার এ সাহায্য বাকিদের জীবনে আশীর্বাদ বয়ে আনুক।’

সঞ্চিতা এরপর সে লেখায় আলাদা একটি লাইনে লিখেছেন, ‘লিটন দাস, এই সংকটময় মুহূর্তে তুমি আমাকে যেভাবে সাহায্য করেছ, তা কখনো ভুলব না। ধন্যবাদ।’ এছাড়া লিটন কুমার দাস তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে জিততে হলে আমাদের এই উদ্যোগ হয়তো যথেষ্ট নয়। কিন্তু যাদের সামর্থ্য আছে সবাই যদি এক সঙ্গে এগিয়ে আসেন কিংবা ১০জনও যদিও এগিয়ে আসেন, এই লড়াইয়ে আমরা অনেক এগিয়ে যাব। টাকা দিয়ে না হোক, হতে পারে দুস্থ মানুষকে খাবার কিনে দিয়ে। আসুন পুরো দেশকে আমরা একটা পরিবার ভেবে চিন্তা করি এবং এই বিপদে সবাই সবাইকে সহায়তা করি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭