ইনসাইড গ্রাউন্ড

ছেড়ে দেয়া হলো নাসির জামশেদকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিং কেলেঙ্কারি ক্রমান্বয়ে নতুন নতুন মোড় নিচ্ছে। ফিক্সিংয়ের দায়ে  বহিস্কৃত দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ জেরার মুখে বলেছিলেন নাসির জামশেদের নাম। তার ভিত্তিতে বহিস্কার করা হয়েছিল তাকেও। এবার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) গ্রেফতার করেছে জামশেদসহ দুই ব্যক্তিকে। যদিও তাদেরকে পরে ছেড়ে দেয়া হয়েছে।

নাসিরের সঙ্গে গ্রেফতার হওয়া দুজনের সম্পূর্ণ পরিচয় এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের নাম ইউসুফ। এই ব্যক্তিই মূলত বুকি। নাসিরের সাথে তা এপ্রিল পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাদেরও।

এই প্রসঙ্গে পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, ”নাসির জামশেদকে আটকের কথা শুনেছি আমি। তার সঙ্গে আরও দুইজনকে আটক করা হয়েছে। তারা ব্রিটেনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল, তাই তাদের আটক করা হয়েছে।”

নাসির জামশেদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এই প্রথম নয়। ২০১২ সালের বিপেএলে ফিক্সিংয়ের সন্দেহে জামশেদকে আটক করেছিল মিরপুর থানা পুলিশ।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭