কালার ইনসাইড

একসাথে দুরে আছেন সাদি-তাহসান-সুমীরা; আপনি? (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/03/2020


Thumbnail

‘একসাথে দূরে থাকি’, স্বাধীনতার প্রত্যয়ে চাইলেই সম্ভব একসাথে দূরে থেকে দেশটাকে ভালো রাখা। ভালো রাখতে চান আপনার আমার মতো তারকা শিল্পীরাও। যার যার ঘরে থেকেই গ্রামীণফোনের এই উদ্যোগটিকে সম্ভব করলেন-

কথা- গাউসুল আলম শাওন 
সুর- শারমিন সুলতানা সুমি 
সঙ্গীত পরিচালক- পাভেল আরিন 

গান গেয়েছেন সাদি মোহাম্মদ, সুমি, তাহসান খান, এলিটা করিম, মিলন মাহমুদ, জাহিদ হাসান নীরব, সন্ধি।

এই সময়ে মানুষের ঘরে থাকা দরকার, এ জন্য সরকার ছুটি ঘোষণা করেছে। কিন্তু উল্টো ঢাকার মানুষ এখন সারা দেশে ছড়িয়ে গেল। এখন পুরো দেশ আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে এমন আশঙ্কা এই শিল্পীদের। তাহসান বলেন, ‘করোনা–সতর্কতায় সবার নিরাপত্তা বিবেচনা করে সরকার ছুটি দিল। অথচ মানুষ ঈদের ছুটির মতো বাড়ি যাচ্ছে। যেখানে বলা হচ্ছে, ঘর থেকে বের না হতে, প্রয়োজনে বের হলেও নির্দিষ্ট দূরত্বের বাইরে না যেতে, জনসমাগম এড়িয়ে চলতে, সেখানে হাজার হাজার মানুষ ট্রেনের টিকিটের জন্য ভিড় করছে, লঞ্চে ভিড় করছে। কতটা অসতর্ক হলে মানুষ এই সময় দেশের বাড়ি যেতে পারে। সবাই শুধু নিজের কথা ভাবছে। এক স্বার্থপরতার পৃথিবীতে আমরা বসবাস করছি। সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করছে, অথচ আমরা এটাকে সিরিয়াস হিসেবে নিচ্ছি না। এটা আমাকে ব্যথিত করেছে। মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে কেন এই ধরনের জ্ঞানহীনের মতো কাজ করবে।’

ভিডিও লিংক:






প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭