ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের পুরোপুরি নিশ্চিত করলো জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/07/2017


Thumbnail

বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপ খেলছে তা প্রায় নিশ্চিত ছিল। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টাইগারদের যেহেতু কোনো ওয়ানডে খেলা নেই তাই কিছুটা যদি-কিন্তু’র ওপর ভরসা করতে হচ্ছিল। তবে সেই যদি, কিন্তু’র ওপর আর ভরসা করতে হবে না। সব দোলচালকে উড়িয়ে দিয়ে ম্যাশ বাহিনী সরাসরি খেলছে বিশ্বকাপ। আর এটা সম্ভব হয়েছে এক সময়ের চির প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ের কল্যাণে। 

সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অসাধারণ কীর্তি গড়ল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতল তারা। সেই সঙ্গে ২০০১ সালের পর জিম্বাবুয়ে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতল।

জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ৫০ ওভারে মাত্র ২০৪ রান। সে লক্ষ্যটা আনায়সে পার করল আরভিন-মাসাকাদজারা। অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা। সিরিজ সেরা হয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা।

জিম্বাবুয়ের শুরুটা বেশ ভালোই হয়েছে। ওপেনার মিরে আর মাসাকাদজা মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ৯২ রান। এরপর মুসাকান্দাকে সঙ্গে নিয়ে মাসাকাদজা আরও ৪৫ রান যোগ করেন। মাসাকাদজার বিদায়ে পর শুরু হয় জিম্বাবুয়ের ব্যাটিং ধ্বস। এরপর সিকান্দার রাজা বাকি ২৯ রান গ্রায়েম ক্রিমারকে নিয়ে খুব সহজেই যোগ করেন। শেষ বলে ছয় মেরে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন এবং নিজে অপরাজিত থাকেন ২৭ রানে।

অল্প কিছুদিন আগেই নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকান লিজেন্ড অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার কোচ হিসেবে আসার পর দলের যে আমূল পরিবর্তন হয়েছে সেটা এই সিরিজের মাধ্যমে প্রমাণিত।

সোমবার হাম্বানটোটায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানে আটকে যায় শ্রীলঙ্কা। ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শুরু থেকেই ব্যাকফুটে ছিল শ্রীলঙ্কা। একসময় ১২৬ রানে ৭ উইকেট হারিবা বসে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আসেলা গুনারত্নের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০০ রানের কোটা পার করে।

শ্রীলঙ্কার হয়ে গুনারত্নে ৮১ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। দানুসকা গুনাথিলাকা করেন ৫২ রান। অধিনায়ক ম্যাথুজের ব্যাট থেকে আসে ২৪ রান। নিরোশান দিকভেলা (৩), কুশল মেন্ডিস (১), উপুল থারাঙ্গা (৬) ও ভানিদু হাসারাঙ্গা (০) ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে।

জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া গ্রায়েম ক্রেমার দুটি এবং ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস ও টেন্ডাই চাতারা নেন একটি করে উইকেট।

সিরিজ হারের কারণে লংকানদের র‍্যাংকিং এ কোন পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট কমেছে। এখন বাংলাদেশের সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে দাড়িয়েছে ছয়। টাইগাররা ৯৪ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে আর ৮৮ পয়েন্ট নিয়ে আটেই আছে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০৩/৮, ৫০ ওভার, গুনারত্নে ৫৯, গুনাথিলাকা ৫২, ম্যাথুস ২৪, চামিরা ১৮। রাজা ৩/২১, ক্রিমার ২/২৩। এবং চাতারা,উইলিয়ামস, ওয়ালার প্রত্যেকে ১ টি করে উইকেট লাভ করেন।

জিম্বাবুয়ে: ২০৪/৭, ৩৮.১ ওভারে। মাসাকাদজা ৭৩, মীরে ৪৩, মুস্কান্দা ৩৭, রাজা ২৭; ধনঞ্জয় ৪/৪৭, মালিঙ্গা ২/ ৪৪, গুনারত্নে ১/২৩।

ফলাফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী এবং তারা ৩-২ এ সিরিজ জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: সিকান্দার রাজা।
ম্যান অব দ্যা সিরিজ: হ্যামিল্টন মাসাকাদজা।


বাংলা ইনসাইডার/এনআই/ডিআর


 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭