ইনসাইড বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে সেই হাসপাতাল নির্মাণের কাজ আবার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2020


Thumbnail

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আকিজ গ্রুপের উদ্যোগে চীনের আদলে হাসপাতাল নির্মাণের কাজ আবার শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর বাধার মুখে হাসপাতালটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হস্তক্ষেপে নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতাল হলে এলাকার লোকের মধ্যে সংক্রমণ হবে- এমন একটা ভাবনা থেকে বিরোধিতা হয়েছিল। হাসপাতাল হলেও সংক্রমণ না হওয়ার সব ধরনের ব্যবস্থা যে নেওয়া হবে, তা সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। নির্ধারিত স্থানেই হাসপাতাল হবে।

মন্ত্রী বলেন, হাসপাতালের অনুমতি জন্য ক্যাবিনেট সেক্রেটারি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। অনুমোদনের প্রক্রিয়া শিগগিরই শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত যে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ ও গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাজধানীতে ৩০১ শয্যার হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে আকিজের নিজস্ব দুই বিঘা জমি এই হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হয়। সেখানে বিনা মূল্যে রোগীদের চিকিৎসা দেওয়ার কথা জানায় আকিজ। কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার বিষয়টি জানাজানির পরই শনিবার বেলা একটার দিকে শ দুয়েক মানুষ এসে সেখানে বিক্ষোভ করে। স্থানীয় কাউন্সিলরও তাদের সঙ্গে ছিলেন। এ ঘটনার পর হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শনিবার রাতেই হাসপাতালের কাজ আবার শুরু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭