ওয়ার্ল্ড ইনসাইড

করোনা: মৃত্যু ৩০ হাজার ছাড়ালো, শুধু ইতালিতেই ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2020


Thumbnail

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। তবে গত দুদিনে নতুন কোনো দেশ এই ভাইরাসে আক্রান্ত হয় নি। কিন্তু ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। সবশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ৮৭৪ জন। মোট আক্রান্ত ৬ লাখ ৬৩ হাজার ৬৭৪। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪২ হাজার ১৭৫ জন।

ইতালিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত একদিনে দেশটিতে মারা গেছে ৮৮৯ জন। মোট আক্রান্ত ৯২ হাজার ৪৭২। আক্রান্তের সংখ্যায় সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ২৩ হাজার ৬৮৮ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ২২২ জন। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজার ৯৮২। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজারের বেশি।

ফ্রান্সের অবস্থাও বেশ নাজুক। মৃত্যু ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩১৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। মোট মৃত্যু ২ হাজার ৩১৪। ব্যাপকভাবে বিস্তার ছড়ানো দেশগুলোর তালিকায় রয়েছে জার্মানির নামও। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৬৯৫ জন। তবে আক্রান্তদের মধ্যে ৪৩৩ জন মারা গেছেন। যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮২ জনের মৃত্যু হওয়ার পর আশঙ্কা করা হচ্ছে সেখানেও ভালোই মহামারি আকার ধারণ করবে করোনা।

যুক্তরাজ্যে করোনায় গত একদিনে ২৬০ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনায় সেখানে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসে কোভিড-১৯ রোগে ৬৩৯ জন মারা গেছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৩ জনের। বেলজিয়ামে ৩৫৩ এবং সুইজারল্যান্ডে করোনায় ২৬৪ জন প্রাণ হারিয়েছেন।

এশিয়ায় ইরানের অবস্থা সবচেয়ে খারাপ। গত ২৪ ঘণ্টায় ১৩৯সহ সেখানে মৃত্যু হয়েছে আড়াই সহস্রাধিক মানুষের। প্রতিদিন আরও হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতিবেশী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২৪ জন। পাকিস্তানে আক্রান্তের প্রায় ১৫শ পেরিয়েছে। মারা গেছে ১২ জন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, স্পেনসহ অসংখ্য দেশের অর্ধশতাধিক প্রথম সারির নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যুক্তরাজ্যের অবস্থা সবচেয়ে শোচনীয়। দেশটির প্রধানমন্ত্রী এবং যুবরাজ দুজনই করোনায় আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন...

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭