ইনসাইড গ্রাউন্ড

টেস্টে ফিরছেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

হায়দরাবাদে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ভারতের একমাত্র টেস্টটি খেলতে পারেননি ইঞ্জুরির কারণে। নিজেকে পুরোপুরি ফিট মনে না করায় দল থেকে নিজের নাম প্রতাহ্যার করেছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মাধ্যমে আবারো টেস্টে ফিরেছেন মুস্তাফিজ। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিএলের দুটি ম্যাচে বোলিং করেছেন এই বাঁ-হাতি।

ইঞ্জুরি থেকে ফিরে বোলিং করতে সমস্যা হয়নি মুস্তাফিজের। তাই আসন্ন শ্রীলঙ্কা সিরিজেই দলে ফিরতে যাচ্ছেন তিনি। বোলিংয়ে নিজের ছন্দে ফেরা নিয়ে মুস্তাফিজ বলেন, “এখন আর বোলিং করতে কোন সমস্যা নেই। ইঞ্জুরির পড়ে ছয় মাস বাইরে ছিলাম। ছন্দে ফিরতে একটু সময়তো তো লাগবেই।”

বাংলাদেশের জাতীয় দলের বর্তমান পেস আক্রমণের মূল শক্তি ধরা হয় মুস্তাফিজকে। তাইতো বিসিএলের তার প্রতি আলাদা নজর রেখেছিলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মুস্তাফিজের ফিটনেসে উন্নতি হয়েছে বলেও জানান তিনি। বলেন, “মুস্তাফিজের ফিটনেসে অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয়, সে টেস্টের জন্য পুরোপুরি ফিট।”

তিনি আরো বলেন, “কোনো সমস্যার কথা সে বলছে না।নতুন কোন চোটে না পড়লে আশা করি, শ্রীলঙ্কা সফরে তাকে দলে রাখা হবে।”

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭