কালার ইনসাইড

‘সাহায্য করবো, আপনাকে কেন বলবো?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/03/2020


Thumbnail

বরেণ্য চিত্রনায়ক আলমগীর বলেন,‘ দেশে এর আগে যে মহামারীগুলো হয়েছে সেগুলোর অবস্থা এক ছিল। আগে বন্যা হয়েছে হয়তো এক সপ্তাহ কাজ বন্ধ ছিল। আমরা শিল্পীরা মিলে ত্রান দিয়েছি। কিন্তু এখনের অবস্থা তো পুরোটাই ভিন্ন। এখন যতটা অসচ্ছল শিল্পী আছে, তখন এতটা অসচ্ছল শিল্পী ছিলো বলে আমার মনে হয় না। তখন আমরা সবাই কমবেশি সাহায্য করেছি জোট হয়ে। আর এখন যে অবস্থা আগের মতো নেই, সেটা তো তাদের দোষ না। আগের মতো কাজ হচ্ছে না। আগে কয়েক শিফটে শুটিং থাকতো। সবাই কোন না কোন কাজে ব্যস্ত ছিল। এখন এমনিতেই শুটিং হয় না, তার মধ্যে এমন উদ্ভূত পরিস্থিতিতে সত্যিই অনেকে খুব বাজে অবস্থায় পড়ে গেল।’

তিনি বলেন,‘এই ভিন্ন অবস্থায় আমোদের নিজেদের সুরক্ষা রাখতে হবে। তার সঙ্গে মানুষের পাশে দাড়ানোর যে ব্যাপার তা আমি সবসময়ই আছি। সারা বছরই আমি মানুষকে সাহায্য করি। এখনও আমি সাহায্য করতে চাচ্ছি। কিন্তু আমি কি সাহায্য করছি সেটা বলে বেড়াবো না। কারণ এটা আমি কখনোই করি না। আর এটা তো আমাদের ধর্মেও আছে যে এক হাত দিয়ে দান করলে যেন অন্য হাত তা না জানে। আমি সেভাবেই সাহায্য করতে চাচ্ছি।সাহায্য করবো, আপনাকে কেন বলবো? ’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭