কালার ইনসাইড

আটকে পড়ে সিনেমার গল্প লিখছেন নায়ক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/03/2020


Thumbnail

সিয়াম আহমেদ এবার জন্মদিন পালন করলেন লঞ্চে। করোনা আতঙ্কে তাদের লঞ্চ আটকে আছে সুন্দরবনে। এই সময় তার কেমন কাটছে সে খবর জানালেন;

সুন্দরবনের কাছাকাছি মোংলায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং চলছিল।সেখানেই আটকা পড়েছি আমরা। শিশুদের ভ্রমণের কাহিনি নিয়ে এই ছবির গল্প। এর বেশির ভাগ শুটিংই পানিপথে, লঞ্চে। সুন্দরবনে টানা ২৫ দিন শুটিং করে ছবির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধের নির্দেশনা থাকায় টানা ১৩ দিন কাজ করে শুটিং বন্ধ হচ্ছে ছবিটির। এই সময় যেটা হচ্ছে লেখালেখি করছি। এমন সময় নিয়ে তো বসা হয় না। আমার অনেক সময়ই অনেক গল্প মাথায় এসেছে। হয়তো তা কিছু অংশ লিখে রেখেছি তা শেষ করা হয়নি। সেগুলো শেষ করার চেষ্টা করছি। অনেক সময় অনেক ক্যারেক্টার মাথায় এসেছে। হয়তো কিছু লিখে রেখেছি কিন্তু ডেভলপ করা হয়নি। এই সময়ে সেটা করা হচ্ছে।আর কখনো গল্পের বই পড়ছি, গান শুনছি। তবে কাজ করেই কাটছে বেশির ভাগ সময়। কখনো অভিনয়, কখনো স্ক্রিপ্ট পরে সময় কাটছে। আমাদের অ্যাক্টিং ট্রেইনার আছেন, তাঁর সঙ্গে কথা বলে কিছু শেখার চেষ্টা করছি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম এখন আমার কাছে একটি পরিবার। আমাদের তো প্রায় ৮০ জনের টিম আটকা পড়েছি। এটা আমাদের পরিবারের মতো। আমার এবারের জন্মদিনটাও কাটলো এখানে। অনেক বাচ্চা উইশ করছে। এদের সবাইকে নিয়ে জন্মদিন কাটিয়ে দিচ্ছি। তবে আলাদা আলাদাভাবেই আছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭